প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম (ভিজিট : ২০৯)
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব, জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী’র সঙ্গে ৫ সেপ্টম্বর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা গল্প কথা ও গানে মেতে উঠেছিলেন। গত ১ জুলাই ছিলো কিংবদন্তী এই সঙ্গীতশিল্পীর জন্মদিন। কিন্তু সেই সময়টাতে তিনি ছিলেন দেশের বাইরে। সেই সময়ই তিনি কথা দিয়েছিলেন দেশে ফিরলে সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ সময় কাটাবেন। সেই কথা অনুযায়ীই রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে সৈয়দ আব্দুল হাদীর বাসায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকেরা শুক্রবার সকাল ১১টায় উপস্থিত হন।
এর পরপরই শুরু হয় গল্প কথা। শুরুতেই ওমর ফারুকের লেখা ও প্রয়াত ফরিদ আহমেদ’র সুর সঙ্গীতে সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে গাওয়া গান ‘তুমি ছুঁয়েছো নীলিমার সব নীল’ গানটি উপভোগ করেন সবাই। গানটি গেয়েছিলেন ফাহমিদা নবী, মুহিন, চম্পা ও ধ্রুব গুহ। গানটি শোনার পর গানটি নিয়ে স্মৃতিচারণে আব্দুল হাদী জানান, এটি তার ৭৫’তম জন্মদিনে করা হয়েছিলো। দীর্ঘদিন পর আবারো গানটি শুনে তিনি আবেগপ্রবন হয়ে উঠেন। এরপর আব্দুল হাদী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সৈয়দ আব্দুল হাদী এই প্রজন্মের শিল্পীদের গান শোনেন নিয়মিত, এমনটাই জানান তিনি। তবে তাদের দিক নির্দেশনাও দেন যে সময়কে মেনে নিয়ে গাইতে হবে, তা ঠিক। কিন্তু নিজেকে চর্চায় মগ্ন রাখতে হবে। গল্প কথা শেষে এই প্রজন্মের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ক্লোজআপ তারকা রাশেদ সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে’ ও ‘এমনওতো প্রেম হয়’ গান দুটি গেয়ে শোনান। গীটারে ছিলেন রাজীব দত্ত। রাশেদের কণ্ঠে গান শুনেও ভীষণ স্মৃতিকাতর হয়ে উঠেন আব্দুল হাদী।
এরপর সবাই সৈয়দ আব্দুল হাদীকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর ‘রঙ্গন মিউজিক’র সৌজেন্যে জন্মদিনের কেক কাটা হয়। বিশেষ এই আয়োজনটির উদ্যোক্তো ছিলেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। নেপথ্যে থেকে তাকে সহযোগিতা করেছে ‘রঙ্গন মিউজিক’।
সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আমার সঙ্গীত জীবনে এবারই প্রথম এই ধরনের আড্ডায় অংশ নেয়া। সবার সঙ্গে সময় কাটিয়ে সত্যিই ভীষণ ভালোলাগলো। কারণ অনেক না বলা কথা সবার সঙ্গে শেয়ার করেছি। মাঝে মাঝে এমন আড্ডা হলে মন্দ হয়না। কারণ আমিও এই সময়ের অনেক কিছু সাংবাদিকদের কাছ থেকে অবগত হতে পারি। তারাও অতীত দিনের অনেক কথা জানতে পারে। ধন্যবাদ অভি এবং রঙ্গন মিউজিককে এই আয়োজনটি সফল করার জন্য।’
সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে এবারের আড্ডায় অংশ নিয়েছিলেন বিনোদন সাংবাদিক রিমন মাহফুজ, এমএস রানা, অভি মঈনুদ্দীন, অনিন্দ্য মামুন, অচিন্ত্য চয়ন, আফসানা আশা, তৌহিন খান নেহাল, মাজহারুল ইসলাম তামিম।
মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী ছোটবেলা থেকেই তার বাবা মায়ের কাছে গল্প শুনেছেন সৈয়দ আব্দুল হাদী ও তার গান সম্পর্কে। প্রিয়াঙ্কার ভীষণ ভালোলাগে আব্দুল হাদীর গান। যে কারণে তার আবদার ছিলো মহান এই ব্যক্তিত্বর সঙ্গে দেখা করার। এই সুযোগটি তিনিও কাজে লাগিয়েছেন শুক্রবার। রাশেদ আজ থেকে ১৩ বছর আগে একই বাসাতে আব্দুল হাদীকে গান শোনাতে এসেছিলেন। ১৩ বছর পর রাশেদ আবারো সুযোগ পেলেন আব্দুল হাদীকে গান শোনানোর।
ছবি: তালহা মোস্তফা