প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম (ভিজিট : ৬২)
সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী এবং সোনারগাঁ ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসীন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, “কৃতী শিক্ষার্থীরা দেশের সম্পদ। এ সম্মাননা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে।”
সভাপতির বক্তব্যে মোঃ মহসীন মিয়া বলেন, “শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। আগামী দিনের বাংলাদেশ গড়বে এই মেধাবী শিক্ষার্থীরাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। তিনি বলেন, “একটি জাতির প্রধান শক্তি হলো শিক্ষা। মানসম্মত শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিটি শিশুর কাছে শিক্ষা পৌঁছে দিতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ সার্কেল এসিল্যান্ড তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল এসিল্যান্ড ফাইরুজ তাসরিন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ রাশেদুল খাঁনসহ স্থানীয় শিক্ষক, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, স্থানীয় সরকারের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
শেষ পর্বে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের করতালিতে অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে।
অভিভাবক ও অতিথিরা বলেন, এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে। শিক্ষার্থীরাও ভবিষ্যতে দেশের সেরা নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার ব্যক্ত করে।