রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
বিএনপি প্রার্থীদের বিজয়ে ঐক্যের ডাক দিলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৬ পিএম   (ভিজিট : ২৬)
নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা পুনর্বিন্যাসকে "সন্তোষজনক" বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। একইসঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর দেশের ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটিকে যথাযথ উল্লেখ করে গিয়াসউদ্দিন বলেন, “নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের সীমানা যেভাবে নির্ধারণ করা হয়েছে, তা জেলার জন্য সঠিক হয়েছে।

৬ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে বন্দর উপজেলা, নারায়ণগঞ্জ-৪ আসনের সঙ্গে গোগনগর ও আলীরটেক ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে সিটি করপোরেশনের ১-১০ নম্বর ওয়ার্ড যুক্ত হওয়ায় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এর মাধ্যমে নেতৃবৃন্দ ও ভোটারদের জন্য নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া, যা ভোটার সংখ্যা, ভৌগলিক সীমারেখা ও প্রশাসনিক সুবিধার ভিত্তিতে করা হয়। এ দায়িত্ব নির্বাচন কমিশনের। কাজেই নতুন সীমানা নিয়ে কারো বিরুদ্ধে অভিযোগ বা বিরূপ মন্তব্য না করে দলের ঐক্য অটুট রাখা জরুরি।

বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে গিয়াসউদ্দিন আহ্বান জানান— নতুন উদ্যমে সংগঠিত হয়ে জেলার পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ চালিয়ে যেতে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : মাহবুবের রহমান
বিএনপি প্রার্থীদের বিজয়ে ঐক্যের ডাক দিলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন
মাদ্রিদে আল আমান ইসলামিক একাডেমী সানঙ্কৃষ্টবাল গ্রীষ্মকালীন কোর্সের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান
লক্ষ্মীপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনা: খালে পড়ে ৫ জনের মৃত্যু
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

যেকোনও অস্থিতিশীলতা বিনিয়োগের গতি ধীর করে: বিডা চেয়ারম্যান
প্রার্থিতা ফেরত ও ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের জুলিয়াস সিজারের
উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব
২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল
পলাতক হাসিনা-জয়কে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড অ্যালার্ট চেয়ে দুদকের চিঠি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com