প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ পিএম (ভিজিট : ২২)
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। দিবসটি উপলক্ষে শনিবার (৬, সেপ্টেম্বর) হাইকমিশনের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশনের তৃতীয় সচিব মো.জিল্লুর রহমান, ঢাকা ট্রেডার্সের কর্ণধার মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো: বাবুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করেন মিশন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও মহানবী (সাঃ) এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। এসময় বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর (সাঃ) আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করত বলে তারা মতপ্রকাশ করেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সঃ) এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণা করেন তিনি আরো বলেন,নবীজির (সা.) জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণ এবং তার নির্দেশনা মেনে চলার মধ্যেই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে।
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজন ও ধর্মপ্রাণ নাগরিকরা অংশগ্রহণ করেন।