প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম (ভিজিট : ৪০৩)
বাংলা গানের আকাশের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিন। গত ৫ দশকের বেশি সময় ধরে আধুনিক গান, বিশেষ করে সিনেমার গানে তাঁর কণ্ঠ উপহার দিয়েছেন এ দেশের মানুষকে। তাঁর গাওয়া গান বেজেছে মানুষের হৃদয়ে হৃদয়ে। সুরেলা কণ্ঠে যিনি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রেখেছেন, আজ তার জন্মদিন। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক শাকিব খান।
শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে শাকিব লিখেছেন, ‘অদ্ভুত এক মায়া আছে তাঁর কণ্ঠে, যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে, কিংবা আমাদের জীবনের অনুরণনে তবুও হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।
শাকিব আরও লিখেছেন, ‘প্রজন্ম বদলেছে। সময়ের পালাবদল ঘটেছে। প্রযুক্তি এনেছে নতুন যুগ কিন্তু তাঁর কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া তাঁর কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।’
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাকিব লিখলেন, ‘গানের এই কিংবদন্তী সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন- এ কামনাই করি।’
প্রসঙ্গত, কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিনে চ্যানেল আইতে আয়োজন করা হয়েছে তারকার মেলা। এছাড়া এ গুণী কণ্ঠশিল্পীর জীবন, কর্ম ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এটি ৫ সেপ্টেম্বর বেলা ২টা ৪০ মিনিটে প্রচার হবে।