রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


অপরাধ
স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক টাকা উত্তোলনকারীদের টার্গেট করে ডিবি পরিচয়ে ডাকাতি, ৭ গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৩৯৭)
দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর তাঁতিবাজারে স্বর্ণ কেনাবেচা করতে আসা ব্যবসায়ীদের টার্গেট করতো ডাকাতরা। নজর রাখতো ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের দিকেও। এরপর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে করতো ডাকাতি।

রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশ থেকে এমন সাত ডাকাতকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানের সময় কৌশলে পলিয়ে যায় চক্রের আরও পাঁচ সদস্য। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, চক্রের প্রধান দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ ও কামাল হাওলাদার। বাকিরা তাদের সহযোগী আব্দুর রহমান হাওলাদার, মেহেদী হাসান ওরফে হাসান, বাবুল হাওলাদার, রমিজ তালুকদার ও জান্নাতুল ফেরদৌস। তাদের কাছে থেকে মাইক্রোবাস, ডিবির পোশাক, ওয়াকিটকি, ভুয়া আইডি কার্ড, হাতকড়া, খেলনা পিস্তল, পকেট রাউটার, মোবাইল ফোন ও লেজার লাইট জব্দ করা হয়েছে।

মাসুদ আলম বলেন, গ্রেপ্তারকৃতরা সক্রিয় ডাকাত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর তাঁতিবাজারে আসা স্বর্ণ ব্যবসায়ীদের এবং ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনকারীদের টার্গেট করতো। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করতো।

পুলিশের এই উপকমিশনার আরও বলেন, ডাকাতরা রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৪ থেকে ৫ জন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।

মাসুদ আলম বলেন, নথি পর্যালোচনা করে দেখা গেছে, দ্বীন ইসলামের নামে দশটি, আব্দুর রহমানের নামে তিনটি, মেহেদী হাসানের নামে চারটি, বাবুল হাওলাদারের নামে দুটি ও রমিজ তালুকদারের নামে চারটি ডাকাতির মামলা আছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : মাহবুবের রহমান
বিএনপি প্রার্থীদের বিজয়ে ঐক্যের ডাক দিলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন
মাদ্রিদে আল আমান ইসলামিক একাডেমী সানঙ্কৃষ্টবাল গ্রীষ্মকালীন কোর্সের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান
লক্ষ্মীপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনা: খালে পড়ে ৫ জনের মৃত্যু
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

যেকোনও অস্থিতিশীলতা বিনিয়োগের গতি ধীর করে: বিডা চেয়ারম্যান
প্রার্থিতা ফেরত ও ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের জুলিয়াস সিজারের
উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব
২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল
পলাতক হাসিনা-জয়কে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড অ্যালার্ট চেয়ে দুদকের চিঠি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com