প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম (ভিজিট : ২০)
আগামী শনিবার ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস সিটিতে ভ্রাম্যমান দূতাবাস সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডি সি। বাংলাদেশ এসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও বাকো র সহযোগিতায় এই সেবায় অন্তর্ভুক্ত থাকবে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর ),পাওয়ার অফ এটর্নি, বায়োমেট্রিক এনরোলমেন্ট অফ ই পাসপোর্ট।
বাংলাদেশ এসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও কার্যালয় ১৫৫০ old Henderson রোড কলম্বাস ওহাইও ৪৩২০২ এই ঠিকানায় দূতাবাস সেবা প্রদান করা হবে। দূতাবাস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এই সম্পর্কিত একটি নোটিশ জারি করেছে।
অন্যদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও তাদের নিজস্ব ওয়েবসাইটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে , কলম্বাস ও এর আশেপাশে শহরের বাংলাদেশীরা এই সেবা গ্রহনের জন্য ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন। বাকো এবং দূতাবাস কর্তৃপক্ষ সেবা গ্রহণের পূর্বে সকল আনুষাঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন সম্ভাব্য সেবা গ্রহীতা বাংলাদেশীদের বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটোন ডিসি ওয়েব সাইটে ভিজিট করার পরামর্শ দিয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ।