সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


রকমারি
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাস পরিদর্শন ও মতবিনিময়
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১১১)
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাস, আলজিয়ার্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ফোরামের সদস্যবৃন্দ আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আলজেরিয়াতে বাংলাদেশের রফতানি সুযোগ বৃদ্ধিসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে প্রতিনিধিদল বাংলাদেশের বাজারে আলজেরিয়ার পণ্য সরবরাহ বৃদ্ধির পাশাপাশি আলজেরিয়াতে বাংলাদেশের রফতানিপণ্য বৃদ্ধির নানা দিক সম্পর্কে আলোকপাত করেন। আলোচনায় বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের জন্য বিভিন্ন কার্যক্রমের প্রস্তাব করা হয়। এছাড়াও, কৃষি ও কৃষি-শিল্প, তৈরি পোষাক, জ্বালানি, জাহাজ নির্মাণ শিল্প, ফল রপ্তানী, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, জনশক্তি রফতানি, সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয়ে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে নতুন ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।

আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের অধিকতর সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে ফোরামের এ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। 

রাষ্ট্রদূত আরও বলেন, এ ধরনের আলোচনা এবং সহযোগিতামূলক বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ নূরুল মোস্তফা ও সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরীসহ ফোরামের ১৩ জন সদস্য বর্তমানে আলজেরিয়ায় বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই এবং Intra-African Trade Fair (IATF2025) -এ অংশগ্রহণের নিমিত্ত আলজেরিয়াতে ভ্রমণ করছেন। ব্যবসায়ী প্রতিনিধি দল তাদের সফরকালে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে চিহ্নিত করার পাশাপাশি আলজেরীয় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জলবায়ু মোকাবেলায় প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতে হিমশিম : অর্থ উপদেষ্টা
নির্বাচন নিয়ে শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের: জয়নুল আবদিন ফারুক
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: সেনাসদর
জলবায়ু সম্মলেনে তরুণদের শক্তিশালী ভূমিকা রাখার দাবি
নেপালে বিক্ষোভে রণক্ষেত্র কাঠমান্ডু, সেনা মোতায়েন: নিহত ৮
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন, সমর্থন দিলেন বাকেরের দিকে
আইসিইউতে ফরিদা পারভীন, শারীরিক অবস্থার অবনতি
সৈয়দ আব্দুল হাদী’র সঙ্গে গল্প কথা গানে
চাকরির প্রলোভন ও টেলিগ্রাম ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা, গ্রেপ্তার ৩
স্বপ্নের চেয়ে বড় শাইখ সিরাজ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com