প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম (ভিজিট : ৪২)

আগামী সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আগামী ৯ সেপ্টেম্বর প্যারিস্থ বাংলাদেশ দুতাবাস প্রাংগনে সমাবেশ করতে যাচ্ছে ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা। বাংলাদেশ নাগরিক পরিষদের আয়োজনে ফ্রান্সের সকল প্রবাসীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠন্টির নেতারা।প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি।
দুঃখজনক হলেও সত্য যে, অতীতের কোনো সরকারই এ দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার।
এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয় তাহলে আর কখনো হয়তো করা হবে না।’
তারা বলেন, ‘বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন। সভা-সমাবেশ করেছেন।
সর্বশেষ ৫ আগস্ট রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে সরকারের টনক নাড়িয়ে দিয়েছিল। সুতরাং এমন গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের ন্যায্য ভোটাধিকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই দিতে হবে।’
প্রবাসী এই নেতা বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা দেখতে চাই। প্রবাসীদের ভোটার তালিকা প্রস্ততির কাজ শিগগিরই শুরু হয়েছে দেখতে চাই।
স্থান ও সময় -
৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকাল ৩টা Pl. Tattegrain, 75116 Paris