সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
নতুন রূপ কুসুম
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮ এএম   (ভিজিট : ৮)
জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘদিন ধরেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়গুণে, পাশাপাশি তার রূপ-লাবণ্য দিয়ে কেড়েছেন ভক্তদের নজর। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কুসুমের নতুন কিছু ছবি। সেখানে তাকে দেখা গেছে আকর্ষণীয় বেগুনি রঙের পোশাকে। ছবিগুলোতে যেমন হাসিমুখে ধরা দিয়েছেন, আবার আবেদনময়ীও হয়ে উঠেছেন। 

এছাড়াও কুসুমের সাজসজ্জা ও পোশাকের এলিগ্যান্স মুগ্ধ করেছে তার ভক্তদের। এক নেটিজেন কুসুমের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগ্যান্ট। একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ।’ এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন তার অসংখ্য ভক্ত।

৪৩ বছর বয়সী এই অভিনেত্রী নিজের বয়স আড়াল করেন না। কুসুম নিজেই জানিয়েছেন, তিনি স্টারডম নিয়ে চলেন না, তাই বয়স লুকোনোর প্রশ্নই আসে না। বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি বললেই চলে। বরং তার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে বারবার।

এদিকে কাজের ক্ষেত্রেও ফের সক্রিয় হয়েছেন কুসুম। একসময় বিপুল জনপ্রিয়তা ও প্রশংসা কুড়ালেও কিছু সময় দর্শকের চোখের আড়ালে ছিলেন কুসুম। তবে সম্প্রতি তিনি কাজের দুনিয়ায় ফিরেছেন এবং নতুন উদ্যমে আবারও লাইমলাইটে জায়গা করে নিচ্ছেন।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com