বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
দুর্নীতি রোধে কঠোর বিসিবি, টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ক্লাস
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৯ পিএম   (ভিজিট : ৪০)
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বেশ আলোচনা ছিল। টুর্নামেন্ট দুটির দুর্নীতি নিয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনও বিসিবি সভাপতির হাতে পৌঁছেছে। এমন অনাকাঙ্ক্ষিত বিষয় রোধে কঠোর হচ্ছে বিসিবি, সেলক্ষ্যে কিছু উদ্যোগ নিচ্ছে তারা।

গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ‘ক্রিকেটকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের সনদের এক নম্বর ব্যাপারই হলো– আমরা কীভাবে ক্রিকেটকে রক্ষা করতে পারি সবাই মিলে।’ এখন থেকে ঘরোয়া টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের নিয়ে কর্মশালা বা ক্লাস নিতে চায় বিসিবি। 

প্রথম ধাপ হিসেবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করা হবে বলে জানান বুলবুল, ‘আমাদের পরবর্তী খেলা হলো এনসিএল। সেখানে যত খেলোয়াড় খেলবেন, সবাইকে নিয়ে অ্যান্টি-করাপশনের কোড অব কন্ডাক্ট বিস্তারিত বাংলায় অনুবাদ করে ক্লাস নিয়ে বোঝানো হবে। তাদেরকে একটা ফর্মে স্বাক্ষর করতে হবে এবং তারপর তারা খেলতে পারবেন।’

এনসিএলের পর তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন বুলবুল, ‘অক্টোবর মাস থেকে তৃতীয় বিভাগের ক্রিকেট খেলা শুরু হবে। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ডে যত টুর্নামেন্ট হবে, সবগুলোতেই আমরা অ্যান্টি করাপশন আইন ও কোড অব কন্ডাক্ট ভালো করে শেখাব। তারা পড়বে, বুঝবে এবং স্বাক্ষর করবে, তারপর তাদের খেলতে দেওয়া হবে। শুরু করছি এনসিএল দিয়ে, তারপরে তৃতীয় বিভাগ ক্রিকেটের যতগুলো দল আছে সবাইকে শেখাব। তাহলে সবাই জানতে পারল।’

এই পরিকল্পনায় খেলোয়াগ-কোচ-আম্পায়ার সবাইকে যুক্ত করার কথা বলেন বুলবুল, ‘খেলাটাকে রক্ষা করার জন্য আমাদের যে স্কোপ আছে, আমরা খেলোয়াড়, কোচ, আম্পায়ার এদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারি। আমাদের স্কোপের বাইরে যেটা আছে সেটা আমরা ক্যাম্পেইন করে বলব যে খেলার যে নিয়ম আছে, নীতি যেগুলো আছে, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ যা আছে তা ক্যাম্পেইন করে জানাব গণমাধ্যমের মাধ্যমে। আমরা চেষ্টা করব ক্রিকেটটাকে রক্ষা করার, আপনারা (গণমাধ্যম) যারা আছেন আপনারাও চেষ্টা করবেন আশা করি।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রার্থিতা ফেরত ও ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের জুলিয়াস সিজারের
বাংলাদেশ-নেদারল্যান্ডস ৩য় টি-২০ ম্যাচ বৃষ্টিতে বন্ধ
ডাকসু নির্বাচনে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে: কাদের
যেকোনও অস্থিতিশীলতা বিনিয়োগের গতি ধীর করে: বিডা চেয়ারম্যান
কলম্বাস ওহাইওতে ভ্রাম্যমান দূতাবাস সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

খুলনা রূপসা সেতুতে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার
প্রবাসে এক টুকরো বাংলাদেশ : ফ্রাঙ্কফুর্টে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
হাইকোর্টের আদেশে স্থগিত ডাকসু নির্বাচন
নতুন রূপ কুসুম
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com