বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
বিপ্লবের পর দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধ হয়: আমীর খসরু
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২১ পিএম   (ভিজিট : ৩৩)
বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায় ব্যস্ত সময় কাটিয়েছে সেসব দেশে গৃহযুদ্ধ লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘পোস্ট জুলাই পলিটিক্যাল থটস : হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমীর খসরু।

আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। আর এই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না, সে ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যৎ ভালো হবে না বলেও সতর্ক করে দেন তিনি।

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, এখন আরেক দল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বিএনপির এই নেতা বলেন, ‘বিশ্বের যেসব দেশ বিপ্লব বা গণ-আন্দোলনের পর দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরতে পেরেছে, তারা টিকে গেছে। আর যেসব দেশে দাবিদাওয়ার লড়াই চলতে থেকেছে, সেসব দেশে আজ গৃহযুদ্ধ চলছে, সমাজ ও অর্থনীতি বিধ্বস্ত।’

বাংলাদেশের অনেক আগে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি আরো বলেন, ‘গণতন্ত্রে ফিরে না যাওয়ার কারণে দেশ দিন দিন নিচের দিকে যাচ্ছে।

সরকার ও জনগণের মধ্যে বর্তমানে কোনো সেতুবন্ধ নেই, যার কারণে পুলিশ, সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, এমনকি ব্যবসা-বাণিজ্যও সঠিকভাবে পরিচালিত হতে পারছে না।’
তিনি আরো বলেন, ‘দেশে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না, কারণ বিনিয়োগকারীরা আস্থার অভাবে ভুগছেন। সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হলেও তাতে নতুন কোনো বিনিয়োগ আসেনি; বর্তমান বিনিয়োগকারীরাই সেখানে উপস্থিত ছিলেন। তবে নির্বাচনের ঘোষণা আসার পর থেকে জাপানিজ ডেলিগেশনসহ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা নড়াচড়া শুরু হয়েছে এবং তারা নির্বাচনোত্তর পরিস্থিতিতে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিপ্লবের পর দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধ হয়: আমীর খসরু
নির্বাচনের আগে আরও দু-একটা সরকার দেখা যেতে পারে: ড. আসাদুজ্জামান রিপন
প্রার্থিতা ফেরত ও ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের জুলিয়াস সিজারের
বাংলাদেশ-নেদারল্যান্ডস ৩য় টি-২০ ম্যাচ বৃষ্টিতে বন্ধ
ডাকসু নির্বাচনে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে: কাদের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

খুলনা রূপসা সেতুতে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার
নতুন রূপ কুসুম
হাইকোর্টের আদেশে স্থগিত ডাকসু নির্বাচন
প্রবাসে এক টুকরো বাংলাদেশ : ফ্রাঙ্কফুর্টে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
লিগস কাপের ফাইনালে হারল মায়ামি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com