মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ ১৮ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড রশিদ খানের
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৬ পিএম   (ভিজিট : ৩১)
বল হাতে সময়টা অনেকদিন ধরেই ভালো যাচ্ছিল না রশিদ খানের। সবশেষ আইপিএলে রান খরচ করেও উইকেটের দেখা খুব একটা পাননি। এরপর দ্য হানড্রেডে করেছেন লজ্জার রেকর্ড। তবে এশিয়া কাপের ঠিক আগে এই দুঃসময়টা পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন আফগানিস্তান অধিনায়ক।

সোমবার (১ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান। দলটির দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি আমিরাতের ব্যাটাররা। এই ম্যাচে মাত্র ২১ রানে ৩টি উইকেট নিয়েই বিশ্বরেকর্ড গড়েছেন রশিদ। 

গতকালের ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছিল টিম সাউদির দখলে। নিউজিল্যান্ডের সাবেক এই পেসার ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট শিকার করেছেন। তাকে টপকে যেতে ৩ উইকেটের দরকার ছিল রশিদের। আর আরব আমিরাতের বিপক্ষে তিনি ঠিক তিন উইকেটই শিকার করেন।

বর্তমানে ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ খান। রশিদ খান আর টিম সাউদি বাদে এই তালিকার শীর্ষ পাঁচে আছেন দুই বাংলাদেশি। একজন সাকিব আল হাসান, যার দখলে এই রেকর্ডটা অনেক দিন ধরেই ছিল। আর তার পিছনে ছুটছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। 

১২৯ ম্যাচে বাঁহাতি স্পিনার সাকিবের উইকেটসংখ্যা ১৪৯টি। অন্যদিকে মোস্তাফিজুর রহমান ১১৩ ম্যাচে ১৪২টি উইকেট শিকার করেছেন। সাকিব মোস্তাফিজের ওপরে এই তালিকার তিনে আছেন নিউজিল্যান্ডের আরও এক বোলার। কিউই লেগ স্পিনার ইশ সোধি ১২৬ ম্যাচে ১৫০টি উইকেট পেয়েছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘ডাকসু হবে যথাসময়ে’: আবিদুল ইসলাম
কমলো এলপিজির দাম
আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরলে কেউ ছাড় পাবে না: রাশেদ খান
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়: মির্জা ফখরুল
তিন দিনের সফরে ঢাকায় টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ত্রিশালে মাদ্রাসা ভবনের ভিত্তি স্থাপনে আইএমইডি ডিজি মাহাবুব
নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ডস
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে মধ্যরাতের লাঠি মিছিল
নুরের ওপর হামলার আইনানুগ তদন্ত দাবি করেছেন মির্জা ফখরুল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com