প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:৪৭ PM
যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় ,"বিদায়" শব্দটি একটি সাধারণ শব্দ হলেও এর ব্যবহারিক এবং আবেগিক প্রভাব অনেক গভীর হতে পারে। এটি কেবল একটি শব্দ নয়, বরং একটি অনুভূতি, একটি অভিজ্ঞতা যা জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের সম্মুখীন হতে হয়।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, প্রতিটি পর্যায়েই আমাদের বিভিন্ন মানুষের কাছ থেকে বিদায় নিতে হয়। এই বিদায়গুলি সবসময় আনন্দের হয় না, অনেক সময় কষ্টের এবং বেদনারও হয়। তাই "বিদায়" শব্দটি তিনটি অক্ষরের হলেও এর গভীরতা অনেক বেশি।
ফরিদপুরের সালথা উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনওর কর্মদক্ষতা তুলে ধরে বক্তব্য রাখেন, নবকাম কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, সালথা থানার তদন্ত ওসি মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিদায়ী ইউএনও তার বক্তব্যে বলেন-
আজ আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি বদলি জনিত কারণে। এ বিদায় আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টানলেও, এখানকার মানুষের ভালোবাসা, সহানুভূতি এবং সহযোগিতা আমি সারাজীবন স্মরণ রাখব।
এই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি—ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকেই। সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং অফিসের সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে।
আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া কামনা করছি, যাতে নতুন কর্মস্থলেও আমি সাফল্যের সাথে দায়িত্ব পালন করতে পারি। পরিশেষে বলব, দূরত্ব বাড়লেও সম্পর্ক যেন অটুট থাকে। আপনাদের সঙ্গে কাজ করা ছিল আমার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। ভবিষ্যতে আপনারা সবাই সুস্থ, সুন্দর ও সফল থাকবেন—এই কামনায় বিদায় নিচ্ছি।