বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫ ৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


মৌ আমার চেয়ে ভালো মানুষ বলেই সংসারে সমস্যা নেই: জাহিদ হাসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:৪৬ AM

দেশের আইকনিক তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। প্রায় ২৮ বছর এক ছাদের নিচে কাটিয়ে দিলেন তারা। তবে শোবিজের অনুষ্ঠানে কিংবা সামাজিক পরিসরে তাদের একসঙ্গে খুব একটা দেখা যায় না। এই অনুপস্থিতি থেকেই গুঞ্জন ওঠে ভালো নেই তাদের দাম্পত্য জীবন।

সম্প্রতি এক পডকাস্টে এসব গুঞ্জনের জবাব দিলেন জাহিদ হাসান। পরিষ্কার জানালেন, সংসারে কোনো সমস্যা নেই। বরং তারা পরম সুখেই আছেন।

জাহিদ হাসান বলেন, ‘আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যাদের সবসময় কিছু না কিছু বের করতে হয়। তাই তারা এমন গল্প বানায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে। রান্না করে খাওয়ায়। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।’

স্ত্রীর প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগীও হয়ে ওঠেন জাহিদ। বলেন, ‘আমাদের কখনো ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।’

জাহিদ হাসান বলেন, ‘মানুষ যা বলে, সেটা একদিক দিয়ে ঠিকই। আমরা একসঙ্গে কোথাও খুব একটা যাই না। শুটিংয়ের ব্যস্ততার কারণেই এমনটা হয়। নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি আমি। কারণ, সেদিন নাটকের শো ছিল বরিশালে। এখনো যদি কোনো ক্লাবে যাই, আড্ডা শেষ করে বের হতে ইচ্ছাই করে না। তাই অনুষ্ঠানে মৌ-ই একা যায়।’

অতীত প্রেম নিয়েও কথা বলেন জাহিদ। জানান, তার সাবেক প্রেমিকার কথা মৌ জানেন এবং সেটা নিয়ে মাঝেমধ্যেই মজা করেন।

অতীতে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জাহিদ। একসঙ্গে অভিনয় করেছেন বহু নাটকে। তবে সম্পর্ক ভাঙার পর আর কখনো একসঙ্গে কাজ করেননি। এখন অনুষ্ঠানে দেখা হলেও দু’জনের মধ্যে কোনো কথা হয় না।

জাহিদ হাসান বলেন, ‘তাকে নিয়ে কিছু বললে অসম্মান করা হয়, সেটা চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও ভালো আছে। এটাই সবচেয়ে বড় কথা।’

জাহিদ-মৌ দম্পতির দুই সন্তান। তাদের বড় মেয়ের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা। ছোট সন্তান জারিফ জাহিদ সাইম। দুজনেই পড়াশোনা করছেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় মৎস্য সপ্তাহে ত্রিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা
সালথায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও কে বিদায় সংবর্ধনা
কালিয়াকৈরে আনসার ভিডিপির উদ্যোগ বৃক্ষরোপণ অভিযান
শেরপুর সীমান্তে পাহাড় ও টিলা রক্ষায় ঝিনাইগাতী প্রশাসনের প্রচারণা
ঝিনাইগাতীতে উপবৃত্তির টাকা হাতিয়ে নিলেন সচিব, ইউএনও'র বরাবর অভিযোগ!
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪
সব উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ
জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
মৌ আমার চেয়ে ভালো মানুষ বলেই সংসারে সমস্যা নেই: জাহিদ হাসান
গাজীপুরে মৎস্যজীবী দলের আলোচনা সভা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com