প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:৪৫ PM
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পাহাড় ও টিলা র জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ, মাইকিং এবং সচেতনতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় ও টিলা দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। নির্বিচারে পাহাড় কাটা হলে ভূমিধস, বন্যা, মাটি ধস ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়, যা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ায়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পাহাড় বা টিলা কর্তন দণ্ডনীয় অপরাধ। এ আইন ভঙ্গ করলে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।
প্রচারণায় বলা হয়েছে—
✔ পাহাড়/টিলা কাটা বন্ধ করি
✔ পরিবেশ রক্ষা করি
✔ ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই
প্রশাসনের প্রচারণার মূল শ্লোগান—
“পাহাড় ধ্বংস নয়, পাহাড় রক্ষা চাই।”
এদিকে গ্রীন ভয়েস শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফুর রহমান বলেন, “প্রশাসনের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে শুধু প্রচারণা নয়, পাহাড় রক্ষায় আইনকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।”