প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৪৮ PM
বাংলাদেশ এসোসিয়েশন ইন কাতালুনিয়া স্পেন এর উদ্যোগে এক মতবিনিময় এবং সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম স্বাধীন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব বকুল খান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহিউদ্দিন হারুন। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দুলাল। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, নুরুল আমিন নুরু, সহ সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, নজরুল ইসলাম, মজিবুর রহমান, জাকির হোসেন ভূঁইয়া, মনির হোসেন খান, রফিক উল্লাহ রিফন, রাজু সাবিত, ইন্জিনিয়ার মোহাম্দ হোসাইন প্রমুখ।
উপস্থিত ছিলেন শফিকুর রহমান, ফয়জুল ইসলাম মাসুক, রাজু সাবিত, রফিক উল্লাহ, মঈনুল হাসান সুমন, আব্দু মুমিন, রাসেল খান, এ কে মিল্লাত, ইমরান আহমেদ, আইনুল তফাদার, ওমর আকবর নিখান, সৈয়দ বদরুদ্দোজা চৌধুরী, মোহাম্মদ সুমন, আব্দুল মান্নান, মারুফ উদ্দিন, মোহাম্মদ নাদিম হোসেন, আইনুল হক তফাদার, আরিফ হোসেন, আব্দুল মান্নান, ফায়েক আহমেদ, সোহাইল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, নোমান উদ্দিন, সৈয়দ আলাউল, শফিকুর রহমান, রাশেদ চৌধুরী, সহ সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন স্পেনসহ ইউরোপের স্বচ্ছ সাংবাদিকতা ও প্রচার প্রচারণা অতীব গুরুত্বপূর্ণ, এই কঠিন কাজকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে যে কয়জন সাংবাদিক অগ্রগামী তাদের মধ্যে বকুল খান একজন। বার্সেলোনা কমিউনিটিকে ভালোবেসে, তাদের গৌরবকরবো কর্মযজ্ঞ তুলে ধরছেন স্বমহিমায় নতুন একটি উচ্চতায়। এ মানুষটিকে আমরা আজীবন মনে রাখবো|তারা আরো বলেন বকুল খান শুধু একজন সাংবাদিক তা না, তিনি একজন কমিউনিটি ব্যক্তিত্ববএবং মেধাবী চৌকস সংগঠক।আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশনের ইন কাতালুনিয় আয়োজনের মধ্য দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করা হয়েছে।