প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:০৭ PM
জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে গাজীপুর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্ত করন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার মির্জাপুর বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উন্মুক্ত জলাশয় তুরাগ নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
গাজীপুর জেলা মৎসজীবী দলের আহ্বায়ক সিদ্দিক হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি,গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম,সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।