বুধবার ২০ আগস্ট ২০২৫ ৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সিলেটে অনুশীলন শুরু হচ্ছে লিটন-শান্তদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:২৯ AM

গত ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বিশেষ করে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা ছিলেন সেখানে। ঢাকার অনুশীলন পর্ব শেষ করে গতকাল রাতে সিলেটে পৌঁছে গেছেন ক্রিকেটাররা।

আজ (বুধবার) থেকে সিলেটের মাঠে দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু করবে লিটন দাসের দল। যা চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত, প্রতিদিন হবে দুই স্লটের অনুশীলন। প্রথমে দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আরেক দফা।

জাতীয় দলের এই ক্যাম্পে উপস্থিত থাকবেন ২১ জন ক্রিকেটার। আগামী ২৪ এবং ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও। এরপর ২৬ তারিখ দুই ভাগে ভাগ হয়ে ক্যাম্পের ক্রিকেটাররা একটি ম্যাচ অনুশীলন ম্যাচ খেলবে। অবশ্য ক্যাম্পের বাইরে থেকেও ৬/৭ জন ক্রিকেটার থাকার কথা রয়েছে। পরবর্তীতে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা হলে সিলেট ছাড়বেন বাকি ক্রিকেটাররা। 

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩০ আগস্ট, ১ এবং ৩ সেপ্টেম্বর যথাক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সর্বোচ্চ ১৩৯১তম ম্যাচ খেলে ব্রাজিলিয়ান গোলরক্ষকের বিশ্বরেকর্ড
ডাকসু নির্বচনে ছাত্রদলের ভিপি আবিদুল, জিএস হামিম
শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে চলছে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে সাতটি ইউনিট
তিস্তায় মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মূল্যবোধের অবক্ষয় রোধে ঐক্যবদ্ধের তগিদ বিচারপতি জয়নুল আবেদীনের
৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক আজিজুর কারাগারে
গোল-অ্যাসিস্টে মায়ামিকে ৩-১ ব্যবধানে জেতালেন মেসি
গাজাবাসীদের সরানোর উদ্যোগ ইসরায়েলের
সালথায় বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com