প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৮:৩১ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি ও জামালপুরের কৃতি সন্তান মো. খলিলুর রহমানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে তার নিজ জেলার নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় জামিরন নেছা টেক্সটাইল ইন্সটিটিউট অডিটোরিয়ামে সদর উপজেলার ইটাইল ইউনিয়ন বিএনপিও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ নাগরিক সংবর্ধনার আয়োজন করেন।
বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে, মালদ্বীপে থেকেও এলাকায় মামলা হামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকায় কৃতজ্ঞতাস্বরুপ নেতাকর্মীরা এই সংবর্ধনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী এই বিএনপির নেতাকে।
আয়োজিত ঐ সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপত্বিতে উপস্থিত ছিলেন ইটাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন মাস্টারসহ বিপুল সংখ্যক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম চলছে,তা সফল করতে দেশে এবং প্রবাসে দলীয় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।একইসাথে বিগত দিনের মতো আগামীতেও নিজ জেলাসহ দলীয় সকল নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে ইটাইল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন