প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:২৪ PM
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সর্ববৃহৎ দেশীয় মৌসুমী ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) দুবাইয়ে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আবির এর উদ্যোগে এই আয়োজন করা হয়। বৃহত্তর এই উৎসবে স্থান পেয়েছে দেশে উৎপাদিত ৫০রকমের ফল।
ফল উৎসবের আহবায়ক ও বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক ইউএই'র সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান।
ইয়াকুব সৈনিক জানান, প্রবাস প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে তাদের এই আয়োজন। প্রায় পঞ্চাশ রকম ফলের প্রদর্শনী, দেশীয় ফলের উপর শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের ফলের ঝুড়ি সাজানো ও অলঙ্করণ ছিল উৎসবের বিশেষ আকর্ষণ। এ ছাড়া দেশীয় সাংস্কৃতিক আয়োজন উৎসবের মাত্রা বৃদ্ধি করে কয়েকগুণ।

প্রধান অতিথি আশীষ কুমার সরকার বলেন, বিদেশে মৌসুমী ফল উৎসবের ধারাবাহিকতা রাখা গেলে ভিনদেশীদের কাছে দেশীয় ফলের পরিচিতি আরো বৃদ্ধি পাবে। এতে দেশীয় ফলের রপ্তানিও বৃদ্ধি পাবে।
উৎসবে আগত অতিথিরা আগামীতে এই আয়োজনের পরিসর বৃদ্ধির অনুরোধ জানান। সরকারি সহযোগিতায় অন্তত ৩ থেকে ৫ দিনের প্রদর্শনী সহ ফল বেচাকেনার ব্যবস্থা রাখার পরামর্শও দেন তারা।
সাংবাদিক কামরুল হাসান জনি ও তন্বী সাবরিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
ফল উৎসবে ২৫ জন সাংবাদিক ও ৮ জন শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ, শিল্পী সমিতি ও এসএসসি ০২০৪ ব্যাচের আসেন খাই গ্রুপ এবং লেডিস ক্লাবের প্রায় ৮০টি পরিবারসহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রায় ৭ শতাধিক বাংলাদেশি এতে অংশ নেন।