তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী নৈরাজ্য, অপপ্রচারের প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল
শোয়াইব মৃধা ,গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮:০৯ PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় সোমবার বিকেলে বিএনপি ও তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী নৈরাজ্য, অপপ্রচার, আইন-শৃঙ্খলা বাহিনীর অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে।
গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব চৌধুরী ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা।
বিক্ষোভ মিছিলটি উপজেলার সফিপুর এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা জিয়ার সৈনিক এক হও লড়াই করো, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়।রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার, রাজাকার যাবে সেই পথে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, বাংলাদেশের অপর নাম। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মহসিন উজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জলিল মন্ডল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান দেওয়ান, পৌর বি এন পির আহবায়ক কমিটির সদস্য রেজভী আহমেদ দুলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান সহ বিএনপি'র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।