শিরোনাম: |
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার সকালে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়। একে ৪৭ ও রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সকাল পৌনে ১০টায় দেওয়া বিজ্ঞপ্তিতে অভিযান চলমান আছে বলেও জানান হয়। রাঙামাটির বাঘাইহাট এলাকাটি বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের অন্তর্গত।