মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা- পিন্টু
শিপন,টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৬:৫৯ PM

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের দুই কিশোর শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতবৃন্দ। 

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার (২৭ জুলাই) সকালে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির একটি প্রতিনিধি দল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে শোক জানায় এবং কবর জিয়ারত করেন।

মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানবীর আহমেদ (১৪) এবং সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের হুমায়র আহমেদ এই দুই শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু নিজে উপস্থিত থেকে তানবীর ও হুমায়রের বাবা-মাকে সান্তনা দেন। এসময় নিহতদের পরিবার কান্নায় ভেঙে পড়েন, উপস্থিত অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন।

এ সময় পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আব্দুস সালাম পিন্টু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজ আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তিনি আপনাদের সব সময় খোঁজ খবর রাখছেন। আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়া সম্ভব নয়। আপনাদের পাশে বিএনপি পরিবার সবসময় থাকবে।

 তিনি আরও বলেন-ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালনা অনুচিত। মধুপুরের মতো জনবিরল এলাকায় এই অনুশীলন চালানো যেতো। বিমানগুলো সঠিকভাবে পরিচালিত হয়েছিলো কি তা এখনই তদন্তের মাধ্যমে বের করে আনা উচিত। 

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতবৃৃন্দ।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন তাদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

খিলগাঁও মডেল কলেজে ২০২৪ গণআন্দোলনের শহীদ স্মরণে মাসব্যাপী কর্মসূচির সূচনা
'ইংল্যান্ডে খ্যাতি পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে পাওয়া ভালোবাসা অন্যরকম': হামজা চৌধুরি
বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে: জামায়াত আমির
গভীর সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে: প্রধান উপদেষ্টা
সরকারি জমি কাউকে প্রতীকী মূল্য দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভালুকায় শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com