প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:২৩ PM
গাজীপুর মহানগরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পরে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিখোঁজের ২০ঘণ্টা অতিবাহিত হলেও ওই নারীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অব্যাহত রয়েছে উদ্ধার কাজ।
নিখোঁজ ওই নারীর নাম জ্যোতি (৩২)। তিনি মিরপুরের মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে চাকরি করতেন। রোববার রাতে তিনি ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসক ভিজিটে এসেছিলেন বলে তার স্বজনরা জানান। প্রতক্ষদর্শীরা জানান, টানা বৃষ্টির মধ্যে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পরে যান। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি। পরে সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজন ডুবুরিও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। আমরা ওই নারীর লাশ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।