ময়মনসিংহের ভালুকা উপজেলার কাছিনা বাজারের অভিযান চালিয়ে জাল টাকাসহ একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। জানা যায় রবিবার (২৭ জুলাই) রাতে ভালুকা মডেল থানার এস আই (নিঃ) মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কাচিনা বাজারে অভিযান চালিয়ে ১১৫০০ টাকার জাল নোট একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহেল মিয়া (২৫)। সে সুনামগঞ্জ জেলার তাহির পুর উপজেলার কাউকান্দি গ্রামের মোঃ রাজ্জাকের ছেলে। সে বর্তমানে হবিরবাড়ী কাশর এলাকার বর্তমান রুবেলের বাড়ির ভাড়াটিয়া)। পরে তার বিরুদ্ধে ধারা- 25A/25D The Special Powers Act, 1974; ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ৪৪, তাং ২৮-০৭-২০২৫।
এই বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হযেছে। সোহেলের সহযোগী আল আমিন (২৬) পালিয়ে যায়। আমরা তাকেও ধরার চেষ্টা করছি। এরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত। এরা ভালুকা থানা বিভিন্ন এলাকায় জাল টাকা দিয়ে মানুষদেরকে প্রতারিত করে আসছে।