বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবে না, সফলতার সঙ্গে শেষ করাও জরুরি — ইউএনও ফারজানা রহমান
সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:২৮ PM

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই সফলতা আসে না, সফলতার সঙ্গে শেষ করাও জরুরি। মনে রাখবে, স্বাধীনতা অর্জনের চেয়ে তা ধরে রাখা কঠিন। তেমনি সাফল্য পাওয়ার চেয়েও তা ধরে রাখা অনেক বেশি চ্যালেঞ্জিং”এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP)-এর আওতায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তোমরা যারা আজ মেধাবৃত্তি ও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পুরস্কার পেয়েছো-এটাই শেষ নয়। সামনে অনেক লম্বা পথ পড়ে আছে। সেই পথ পাড়ি দিতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যবসায় ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজ, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া,

উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সোনারগাঁ উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE)-এর অধীনে এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের প্রত্যেককে ১০,০০০ টাকা এবং এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের প্রত্যেককে ২৫,০০০ টাকা করে সরাসরি তাঁদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়।

এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

মানসম্মত কলেজ নিয়ে শঙ্কা শিক্ষার্থীদের
‘জুলাই গণঅভ্যূত্থানের স্বপ্ন পূরণে বাধা দূও করতে হবে’
যিনি চাঁদাবাজদের প্রটেকশন দেওয়ার চেষ্টা করেন তিনি চাঁদার ভাগিদার: সারজিস আলম
জাপানিদের দীর্ঘ আয়ুর আসল রহস্য জেনে নিন
খিলগাঁও মডেল কলেজে ২০২৪ গণআন্দোলনের শহীদ স্মরণে মাসব্যাপী কর্মসূচির সূচনা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভালুকায় শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com