প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৬:২৪ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহের ত্রিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল পৌর বিএনপি'র ২নং ওয়ার্ডের আয়োজনে গত শুক্রবার (১১ জুলাই) রাতে স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন।
ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি সাবেক আহবায়ক গোলাম রব্বানী বাদল মাস্টার, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান কবীর, উপজেলা শ্রমীক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, বইলর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস আলী প্রমূখ।
এছাড়াও ত্রিশাল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।