বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে শনিবার (১২ জুলাই ) ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আহসান হাবিব মাসুদ, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, টাঙ্গাইল জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনসুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি ও অঞ্চল পরিচালক, ঢাকা উত্তর অঞ্চল, বাংলাদেশ শ্রমিক ফল্যাণ ফেডারেশন।
মো. মহিববুল্লাহ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা মহানগরী উত্তর। মুহাম্মদ হোসেন আলী, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাজীপুর মহানগর। ডাঃ এটিএম মোজাহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাজীপুর জেলা শাখা। অধ্যাপক আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোঃ শাহিনুল ইসলাম, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা।
সভাপতিত্ব করেন অধ্যাপক শফিকুল ইসলাম খান, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, টাঙ্গাইল জেলা শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সরকার কবির উদ্দিন, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, টাঙ্গাইল জেলা শাখা। শুরুতেই সকলেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সমাপ্তির পরে, মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।