প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:৩১ PM
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র মাহফুজুর রহমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টঙ্গীর কলেজ গেট ও টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ডের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব, পশ্চিম ও বাসন থানার উদ্যোগে টঙ্গী কলেজ গেটের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মাহফুজুর রহমান হত্যার বিচার এবং সড়কের নিরাপত্তা নিশ্চিতে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির আহম্মেদ, টঙ্গী পশ্চিম থানার জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আব্দুল লতিফ, টঙ্গী পশ্চিম থানা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক হাবিবুর রহমান সুজন প্রমুখ।
অপরদিকে একই সময় টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ডের সামনে টঙ্গী যুব সমাজের উদ্যোগ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শুয়াইব আহমেদ, নাঈম ইসলাম, রাকিবুল ইসলাম বাপ্পি প্রমুখ। এ সময় টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানায় ছিনতাইকারী নির্মূলে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা ও ছিনতাইকারী এবং তাদের আশ্রয়দাতা গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।