প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:২৫ PM
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪৫ লিটার চোলাইমদ ও ৯০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালী এলাকায় অভিযান চালিয়ে পারুল রোজারিও (৫০), স্বামী- অতুল রোজারিও, সাং- বোয়ালী ৭ নং ওয়ার্ড, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর এর রান্নাঘর থেকে ১৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (জাওয়া/ওয়াশ) উদ্ধার করা হয়।
একই দিন রাতে নাগরী ইউনিয়নের ছোট করান এলাকায় অভিযান চালিয়ে নিলয় গমেজ (২৫), পিতা- মৃত জজ গমেজ, মাতা- মালা গমেজ, সাং- ছোট করান, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর এর ঘর থেকে ৩০ লিটার চোলাইমদ জব্দ করা হয়।
এছাড়া তুমুলিয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে মামুন শেখ ওরফে ব্লাক মামুন (৪৫), পিতা- মৃত ইদ্রিস আলী শেখ, সাং- তুমুলিয়া পূর্বপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর কে আটক করা হয়, তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯০ পিস ইয়াবা ট্যাবলেট।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। যত বড় শক্তি বা প্রভাবই থাকুক, মাদক ব্যবসায়ীরা কেউই রেহাই পাবে না।”