প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৬:০৭ PM
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে ‘জার্মান বাংলা সোসাইটি’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ওপেন এয়ার সাংস্কৃতিক উৎসব। সুন্দর আবহাওয়ায় অনুষ্ঠিত এই আয়োজনে যোগ দিয়েছিলেন ফ্রাঙ্কফুর্টের নানা দেশের সংস্কৃতিপ্রেমী নারী-পুরুষ এবং শিশুরা।
উৎসবে বিশেষভাবে মুগ্ধ করে জনপ্রিয় লালনগীতি ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, যা পরিবেশন করেন শিল্পী রঞ্জু সরকার।
অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিল বাংলাদেশের রকমারি মুখরোচক খাবারের আয়োজন। এই রান্নায় অংশগ্রহণ করেন জার্মান, তুর্কি, ইতালীয়, ইরানি, রাশিয়ানসহ বিভিন্ন দেশের মহিলারা। খাবার প্রস্তুতের পর সেগুলো অতিথিদের মধ্যে পরিবেশন করা হয় এবং সবাই মিলে উপভোগ করেন বিশ্বজনীন এ স্বাদের মেলবন্ধন।
উৎসবে প্রায় পাঁচ শতাধিক দর্শক-অতিথির উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
ফ্রাঙ্কফুর্ট বহু সংস্কৃতির এক শহর। এই আয়োজন উপলক্ষে জার্মানির দুটি গণমাধ্যম ‘জার্মান বাংলা সোসাইটি’-এর প্রশংসা করে এবং পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সিটি ট্রেজারার ডা. রাজিয়াম ব্যারগারহোফ। বক্তব্য রাখেন ব্যাসটিন বারগারফ, সংসদ-সদস্য মেরিয়াম এবং জার্মান বাংলা সোসাইটির সদস্য ছাড়াও স্থানীয় অনেকেই।
প্রবাসী বাঙালিরা এই উৎসবে অংশগ্রহণ করে আনন্দে মেতে ওঠেন, আর পুরো আয়োজন হয়ে ওঠে বর্ণিল এক সাংস্কৃতিক মিলনমেলা।