রবিবার ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


বিজ্ঞান ও প্রযুক্তি
ফোন নম্বর ছাড়াই মেসেজ ও কলের সুবিধা দেবে ‘এক্সচ্যাট’
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ১১৪)
বিশ্বজুড়ে মেসেজিং অ্যাপগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে প্রযুক্তিবিদ ইলন মাস্ক চালু করেছেন নতুন একটি প্রাইভেট কমিউনিকেশন টুল— ‘এক্সচ্যাট’। হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে তৈরি এ প্ল্যাটফর্মটি ‘এক্স’-এর অংশ হিসেবেই যুক্ত থাকবে এবং এর বিশেষত্ব হলো— এটি ব্যবহার করতে ফোন নম্বরের প্রয়োজন হবে না।

ইলন মাস্কের দীর্ঘদিনের লক্ষ্য ‘এক্স’ প্ল্যাটফর্মকে একটি ‘অল-ইন-ওয়ান’ অ্যাপে রূপান্তর করা। এক্সচ্যাট সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ ধাপ।

নতুন এই অ্যাপটির মূল আকর্ষণ হলো সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা। এতে বিটকয়েনের মতো এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের কথা জানানো হয়েছে, যদিও বিস্তারিত প্রযুক্তিগত বিবরণ এখনও প্রকাশ করেননি মাস্ক। এছাড়া রয়েছে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া বার্তা, প্ল্যাটফর্মভিত্তিক সীমাবদ্ধতা ছাড়াই অডিও ও ভিডিও কল করার সুযোগ এবং চার ডিজিটের পাসকোড দিয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা।

বর্তমানে এক্সচ্যাটের বেটা সংস্করণ সীমিত সংখ্যক পেইড সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এক্সচ্যাটকে ‘একেবারে নতুন ধরনের অ্যাপ’ হিসেবে উল্লেখ করে মাস্ক জানান, এটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই নতুন উদ্যোগ এমন এক সময়ে এসেছে, যখন মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও ধাপে ধাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা সম্প্রসারণ করছে। হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে ডিফল্টভাবে এই সুবিধা চালু হলেও, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম এখনও পুরোপুরি তা বাস্তবায়ন করেনি।

বিশ্লেষকদের মতে, এক্সচ্যাট কেবল একটি মেসেজিং অ্যাপ নয়— এটি ইলন মাস্কের বৃহৎ ডিজিটাল পরিকল্পনার অংশ। ভবিষ্যতে এই অ্যাপে যুক্ত হতে পারে পেমেন্ট, মিডিয়া শেয়ারিং এবং ডেটিংয়ের মতো একাধিক সেবা, ঠিক যেমনটি দেখা যায় চীনের উইচ্যাটে।

ইলন মাস্কের হাত ধরে প্রযুক্তি দুনিয়ায় আরও একটি বৈপ্লবিক পরিবর্তনের পথে পা রাখল ‘এক্স’। এখন দেখার বিষয়, ব্যবহারকারীরা কতটা দ্রুত এই নতুন প্ল্যাটফর্মকে গ্রহণ করে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রবাসে এক টুকরো বাংলাদেশ : ফ্রাঙ্কফুর্টে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
চার দফা দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অবস্থান কর্মসূচি পালন।
কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
কালীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
শেরপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় ক্ষোভ
লালনের পাগল নিয়ে আলোচনায় তামান্না হক
সালথায় বটগাছ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ত্রিশালে মাদ্রাসা ভবনের ভিত্তি স্থাপনে আইএমইডি ডিজি মাহাবুব
বহুমাত্রিক মেধাবী তরুণের নাম ফারদিন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com