সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


বিজ্ঞান ও প্রযুক্তি
ফেসবুকে ভিডিও শেয়ারে বড় পরিবর্তন: সবই হবে রিলস
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৫:২০ পিএম   (ভিজিট : ১৯৬)
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও শেয়ারের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এখন থেকে ফেসবুকে পোস্ট কম্পোজার থেকে ভিডিও শেয়ার করলে তা সরাসরি রিল হিসেবে প্রকাশিত হবে।

মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, বর্তমানে ফেসবুকের ভিডিওগুলো দুটি ভিন্ন ফরম্যাট—ভিডিও বা রিল হিসেবে শেয়ার করা যায়। তবে আগামী কয়েক মাসে এই পরিবর্তন ধাপে ধাপে সারা বিশ্বে প্রোফাইল ও পেজে চালু করা হবে।

মেটা বলছে, ‘ফেসবুকে এখনো সব ধরনের ভিডিওর প্রকাশ করা যাবে—ছোট, বড় কিংবা লাইভ ভিডিও। এই পরিবর্তনের মাধ্যমে আমরা রিল তৈরি, শেয়ার ও আবিষ্কার করাকে আরও সহজ করতে চাই।’

এছাড়াও, ফেসবুক রিলে ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল, সেটি তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এখন থেকে ব্যবহারকারীরা আরও দীর্ঘ ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন।

মেটা আরও জানিয়েছে, ফেসবুকের ‘ভিডিও’ ট্যাবের নাম পরিবর্তন করে ‘রিলস’ রাখা হবে। তবে এতে ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয়, তাতে কোনো পরিবর্তন আসবে না। কোম্পানিটি জানায়, ‘আমরা এখনো ভিডিওর বিভিন্ন বিষয় ও দৈর্ঘ্যকে গুরুত্ব দেই এবং এই আপডেট ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী ভিডিও সুপারিশে প্রভাব ফেলবে না।’

এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক মন্তব্যের প্রতিফলন দেখা যায়। তিনি বলেন, ‘ফেসবুককে আগের চেয়ে অনেক বেশি ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করতে চান এবং আগের সেই ‘ক্লাসিক’ ফেসবুকে ফিরে যেতে চান।

গত বছরই মেটা ফেসবুকে মোবাইলের জন্য একটি নতুন ফুল-স্ক্রিন ভিডিও প্লেয়ার চালু করেছিল। অন্যদিকে, ইনস্টাগ্রামেও রিলসকে গুরুত্ব দিয়ে উন্নয়ন চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জানুয়ারি থেকে ইনস্টাগ্রামে রিলসের দৈর্ঘ্য তিন মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

তথ্যসূত্র: দ্য ভার্জ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আদেশ অমান্য করে জেন-জি বিক্ষোভে যোগ দিয়েছে মাদাগাস্কারের সেনা সদস্যরা
উপদেষ্টারা আখের গুছিয়েছেন, কিন্তু শিক্ষকদের জন্য টাকা নেই: সামান্তা শারমিন
সালথায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নাবালিকাকে বিয়ে করায় বরের কারাদণ্ড
হারের হতাশা নিয়ে হংকংয়ের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের ফুটবল দল
সওজের খানাখন্দে মাছ ছেড়ে সড়কের খারাপ অবস্থার প্রতিবাদ হাসনাতের
শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
সালথায় মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০: বাড়িঘর ভাঙচুর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com