প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৬:৩৫ PM
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।
জানা গেছে, জাহাঙ্গীর মাঝির ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে সকালে ভাসান চর থেকে ছেড়ে আসে। এটি হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিম বাজার ঘাটে আসছিল। ট্রলারে রোহিঙ্গা, আনসার বাহিনীর সদস্য ও পুলিশের লোক ছিল। হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, উদ্ধার অভিযান চলছে। অনেকে উদ্ধার হয়েছে। তবে কেউ নিখোঁজ আছে কি না তিনি তা নিশ্চিত করতে পারেননি। বৈরী আবহাওয়া ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি।