শনিবার ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে নতুন সিদ্ধান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৭:৩৬ PM

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে সব কিছুতেই লেগেছে ছন্দপতন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো টাইগারদের। তবে পিএসএল পিছিয়ে নিয়ে যাওয়ায় বাংলাদেশের এই সিরিজের সূচিতেও এসেছে পরিবর্তন। পিসিবি এবং বিসিবি আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানের মাটিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে দুবাইয়ে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মোহসিন, বিসিবি চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং বিসিবি সভাপতি ফরুক আহমেদ।

পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই তারা আমাদের আন্তর্জাতিক ক্যালেন্ডারের প্রতি তাদের অঙ্গীকার নিশ্চিত করেছেন এবং সফরের সময়সূচি চূড়ান্ত করতে সহযোগিতা করেছেন। বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস, যিনি এ বছরের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগ পান। দলের সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন ডানহাতি অফ-স্পিনার মেহেদি হাসান, যিনি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, এই সিরিজ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবং মাঝপথে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর স্থগিত হওয়ার কারণে। আগে নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ২১ মে পাকিস্তানে পৌঁছাত এবং ২৫ মে ফয়সালাবাদে শুরু হতো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে নিরাপত্তা ও লজিস্টিক বিবেচনায় সিরিজটি তিন ম্যাচে সংক্ষিপ্ত করা হয়েছে এবং সব ম্যাচ এখন লাহোরেই অনুষ্ঠিত হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ডেঙ্গু-করোনার সঙ্গে ভোগাচ্ছে চিকুনগুনিয়া
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু’র কুলখানি অনুষ্ঠিত
আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি: রিপোর্ট
সাইকেল চালালে কমবে মানসিক চাপ
স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ীতে দুইদিন যাবত নারীর অনশন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

হাজারো প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসে উদ্‌যাপিত হলো বাংলার মেলা
সালথার কাউন্সিল সম্মেলন কে সামনে রেখে প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা, ডাম্পিং জোনের দাবিতে সংবাদ সম্মেলন
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিশ্ব বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড বিতরণ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com