প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম (ভিজিট : ২০)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে সহিদুল আলম তালুকদারকে বিএনপির মনোনয়ন দেওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপি থেকে মোঃ শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের বাউফলের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে পারব। রাজনৈতিক মতভিন্নতা থাকা সত্ত্বেও সৌহার্দ্য, শিষ্টাচার ও গঠনমূলক রাজনৈতিক চর্চার মাধ্যমে বাউফলকে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটি মডেল হিসেবে উপস্থাপন করব।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত জয়-পরাজয় নয়, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বাউফলের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সাধারণ মানুষের সমৃদ্ধি। সম্মান, সংলাপ, সৌজন্যতা ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে বাউফলের সম্মানিত নাগরিকদের মতামতের আলোকে সম্মিলিতভাবে বাউফলকে এগিয়ে নিয়ে যাব—ইনশাআল্লাহ।”