প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম (ভিজিট : ২১)
আবুল সরকারের মুক্তি ও বাউলদের উপর নির্যাতনের প্রতিবাদে বাদ্যযন্ত্র নিয়ে গান গেয়ে মানববন্ধন করলেন মেহেরপুরের বাউল সম্প্রদায়ের লোকজন।
এসময় তাদের হাতে একতারা, দোতারা, হারমনিয়াম, ঢোল আর নানা ধরনের বাদ্য যন্ত্র ছিলো।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গাংনী উপজেলা শহরের কাঁচাবাজার এলাকায় এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে গান পরিবেশন করেন, আব্দুস সামাদ বাউল, ছন্নত বাউল, ভিকু বাউল ও মহিবুল বাউল।
মানববন্ধনে বাউল শিল্পী আবুল সরকারের নিশর্ত মুক্তি ও বাউলদের উপর নির্যাতনের প্রতিবাদ করেন।
মানববন্ধনে বিভিন্ন এলাকার ৩৫ জন বাউল অংশ নেন।