প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম (ভিজিট : ৪২)
পুরানো প্রকল্পে কর্মরতদের বাদ দিয়ে আগামী প্রকল্পের নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ নিয়োগ কার্যক্রমের উপর রুল জারি করেছে আদালত। এই প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুসারে শেষ হয়ে যাওয়া প্রকল্পের জনবল কে নতুন প্রকল্পে নিয়োগ দেওয়া হয়ে থাকে। সেই সাথে পভিডেন্ট ফান্ড গ্রাইচুটির টাকা পরিশোধ করা হতো কিন্তু এবার তা না করে নতুন করে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী শনিবার ৫ই ডিসেম্বর নিয়োগ চূড়ান্ত করার জন্য মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। এর প্রতিবাদে প্রকল্পে কর্মচারী কর্মকর্তারা এসডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক এর কার্যালয় ঘেরাও করে এবং দাবি মেনে নেওয়ার আশ্বাসে ঘেরাও প্রক্রিয়া সাময়িক উদ্ধার করা হয়।
কিন্তু তারপরও নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখার কারণে ভুক্তভোগীদের পক্ষে মহামান্য হাইকোর্টে একটি রিড দা এর করা হয়। যাহার নম্বর রিট পিটিশন নং ১৮৯৩৯/২৫ উক্ত রিড পিটিশনটি মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো বজলুর রহমান ও প্রতি রহমানের দ্বৈত বেঞ্চ অর্থ মন্ত্রণালয়ের সচিব অর্থ মন্ত্রণালয়ের স্থান বিভাগের সহকারী সচিব এস ডি এফ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এর নিয়োগ পরীক্ষার উপর রুল নিশি জারি করেন।
উক্ত রুল নিশিতে নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না চার সপ্তাহের মধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগকে অবৈধ করতে বলা হয়েছে। রিটকারির পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট মো জয়নাল আবেদীন ও এডভোকেট কার মোহাম্মদ তরিকুল ইসলাম।