প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:১৮ এএম (ভিজিট : ২৪)
স্টিফেন কিং-এর উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘দ্য রানিং ম্যান’ শুক্রবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। বাংলাদেশে ছবিটি স্টার সিনেপ্লেক্সে একই দিনে প্রদর্শন শুরু হয়েছে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এডগার রাইট। এতে অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ. ম্যাসি, লি পেস, এমিলিয়া জোন্স, ড্যানিয়েল এজরা, মাইকেল সেরা, জেমি লসন, কোলম্যান ডোমিঙ্গো ও জোশ ব্রোলিন।
১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্রটির তুলনায় নতুন সংস্করণটি মূল উপন্যাসের কাঠামো ও থিমের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কাহিনি একটি স্বৈরাচারী ভবিষ্যৎ রাষ্ট্রকে কেন্দ্র করে, যেখানে গভীর অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও কড়া সরকারি নিয়ন্ত্রণ চলছে। জনগণের বিনোদন ও প্রভাবিত করার হাতিয়ার হিসেবে সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় প্রাণঘাতী রিয়েলিটি শো ‘দ্য রানিং ম্যান’।
চলচ্চিত্রে গ্লেন পাওয়েল অভিনীত চরিত্র বেন রিচার্ডস জীবনের ঝুঁকি নিয়ে এই খেলায় অংশ নেন অসুস্থ মেয়ের চিকিৎসার অর্থ জোগাড় করতে। তবে খেলার মধ্যে তিনি জানতে পারেন, শোটি শুধু বিনোদন নয় বরং জনগণকে নিয়ন্ত্রণে রাখার একটি কৌশল। পরবর্তী সময়ে তিনি যুক্ত হন শাসকদের বিরুদ্ধে গোপন প্রতিরোধ আন্দোলনে।
নির্মাতার মতে শুধুই অ্যাকশনধর্মী বিনোদন নয়, বরং সমসাময়িক সমাজে তথ্য নিয়ন্ত্রণ, ক্ষমতা ও দর্শকের মনস্তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলে।