প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম (ভিজিট : ৫৩)
বাংলাদেশের জনপ্রিয় জাদুশিল্পী প্রিন্স হারুন ফের আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছেন। ইন্টারন্যাশনাল একাডেমি অফ ম্যাজিক এবং ব্যাংকক ম্যাজিক থিয়েটার-এর আমন্ত্রণে আগামী ১৫ নভেম্বর জেএএস ওয়ান্ডার ম্যাজিক প্রতিযোগিতা-২০২৫-এর আন্তর্জাতিক এশিয়ান গালা শো তে প্রদর্শন করবেন তার বিখ্যাত ম্যাজিক ‘দ্যা টেবিল অফ দ্যা প্রিন্স’।
১৪, ১৫ ও ১৬ নভেম্বর তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক জাদু উৎসবটি অনুষ্ঠিত হবে "JAS Green Village Kubon" ভেন্যুতে।
বিশ্বের বিভিন্ন দেশের নামকরা জাদুশিল্পীরা এ প্রতিযোগিতা ও গালা শোতে অংশ নেবেন। প্রিন্স হারুন সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
প্রিন্স হারুন বলেন, বিশ্ব সেরা ম্যাজিশিয়ানদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা অনেক আনন্দের" বাংলাদেশের ম্যাজিক গর্বের সঙ্গে উপস্থাপন করতে চাই।