প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম (ভিজিট : ৯০)
দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে নানা কর্মসূচী পালিত হয়েছে।
‘সত্যের সন্ধানে প্রতিদিন’ স্লোগান কে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার জাকিয়া বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ত্রিশাল থানার সেকেন্ড অফিসার পলাশ কুমার রায়, ত্রিশাল প্রেসক্লাবের সদস্য ফারুক আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব ত্রিশালের সাধারণ সম্পাদক সোহেল রানা, দৈনিক প্রলয় পত্রিকার মফস্বল বিভাগের মোমিন তালুকদার, জাগ্রত টিভি.কম এর শাহ্ সুলতান রঞ্জু।
এছাড়াও আলোচনায় অংশ নেন, আরো দৈনিক একুশের বাণী পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ইকবাল হোসেন, দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার লূৎফা সরকার নিশু, আসাদুজ্জামান শাহীন, রবিউল ইসলাম হৃদয়, শিরিন ইসলাম, শফিকুল ইসলামসহ ত্রিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনের জন্য দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপন দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা সভা ও কেককাটার আয়োজন করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার ত্রিশাল সংবাদদাতা আজিজুল হক উজ্জল।