শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
আলোকিত ব্যক্তিত্ব প্রিয় শিক্ষক আব্দুল মতিন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৪০৫)
একজন আলোকিত ব্যক্তিত্ব আমার প্রিয় শিক্ষক জনাব আব্দুল মতিন। শিক্ষাবিদ আব্দুল মতিন ১৯৫৭ সালের ১২ মার্চ কানাইঘাট উপজেলার গোয়ালজুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ মাওলানা আব্দুল আজিজ, মাতা মরহুমা মোস্তফা বিবি। তাঁর দাদা হাজী মোহাম্মদ ইসরাঈল। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সকলের ছোট। তাঁর বড় ভাইয়েরা হচ্ছেন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আহমদ হুসেইন ও মাওলানা আব্দুল মালিক। তাঁর দুই বোন মরিয়ম বেগম ও তৈয়্যবা বেগম। যারা ইতোমধ্যে পরলোকগমন করেছেন।

জনাব আব্দুল মতিন ১৯৬৩ সালে ঢাকনাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি পাস করেন। ১৯৭২ সালে ঝিংগাবাড়ি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৭৪ সালে সিলেট মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সিলেট এমসি কলেজ থেকে বিএ ডিগ্রি নেন। ১৯৯৭ সালে তিনি সিলেট এমসি কলেজ থেকে সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ সম্পন্ন করেন। ১৯৯৮ সালে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং থেকে বিএড ডিগ্রি গ্রহণ করেন। ২০০০ সালে তিনি সিলেট এমসি কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৭৬ সালে কুমিল্লা জগৎপুর আফতাবিয়া সিনিয়র মাদরাসা থেকে শিক্ষকতার মধ্যে দিয়ে তাঁর কর্মজীবন শুরু। ১৯৭৮ সাল পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। ২ বছর শিক্ষকতার পর তিনি নিজ এলাকায় ফিরে আসেন। ১৯৭৯ সালে তিনি বাঁশবাড়ি তাহিরিয়া সালাফিয়া মাদরাসায় যোগদান করেন। সেখানে তিনি ১৯৮৩ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। ১৯৮৩ সালের ১৮ জুলাই তিনি গাছবাড়ি মডার্ণ একাডেমীতে যোগদান করেন এবং ৬ মে ২০১৭ইং আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা পেশা থেকে সরকারি বিধি মোতাবেক অবসর নেন।

আব্দুল মতিন ১৯৭৮ সালে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ব্রাহ্মগ্রামের হাজী আমির উদ্দিনের মেয়ে আনোয়ারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আনোয়ারা বেগম ৪ সন্তান রেখে ১৯৯০ সালে ইন্তেকাল করেন। ইন্তেকালের পর তিনি ১৯৯০ সালে দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয়বার তিনি ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামের মরহুম নুর উদ্দিনের মেয়ে জামিলা বেগমকে বিবাহ করেন।

আব্দুল মতিন গাছবাড়ির উন্নয়নে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত গাছবাড়ি সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা কার্যকরী সদস্য ও ১৯৮৬-১৯৮৭সালে প্রথম নির্বাচিত কমিটির সভাপতি। তিনি কানাইঘাটের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান গাছবাড়ি ইউনাইটেড কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক। তিনি ১৯৯০ সাল থেকে আজ অবধি তাঁর নিজ গ্রাম গোয়ালজুর আহলে হাদিস জামে মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করে আসছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান
সবচেয়ে বেশি ভোটে এগিয়ে বাংলাদেশের মিথিলা
এমবাপের জোড়া গোলে বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স
চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
গাজায় ধ্বংস প্রায় ৩ লাখ বাড়ি, তাঁবুতেই শীত কাটাচ্ছেন ফিলিস্তিনিরা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আলোকিত ব্যক্তিত্ব প্রিয় শিক্ষক আব্দুল মতিন
জনপ্রিয় জাদুশিল্পী প্রিন্স হারুন ফের আন্তর্জাতিক মঞ্চে
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” — বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা
সত্তরের ১২ নভেম্বর এই দিনে প্রাণ হারায় দেড় লক্ষাধিক মানুষ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com