শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ ৮ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
আন্দোলনে নিশ্চুপ থাকা নিয়ে অনুশোচনা নেই সাকিবের
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৭০)

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। জুলাই-আগস্টের আন্দোলনের সময় আমেরিকায় অবস্থান করছিলেন সাকিব আল হাসান। এই আন্দোলন ঘিরে জনআকাঙ্ক্ষার বিপরীতে নিশ্চুপ ছিলেন তিনি। যার কারণে ব্যাপক সামালোচিত হন সাবেক এই টাইগার অধিনায়ক।

'জনশত্রু' খেতাব পান সাকিব। তবে আন্দোলনে নিশ্চুপ থাকা নিয়ে নিজের কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বরং মানুষ ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে বলে জানিয়েছেন সাকিব।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। তবে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন তিনি। চলতি বছর সিপিএল ও কানাডা গ্লোবাল টি-টোয়েন্টির পাশাপাশি খেলেছেন মাইনর লিগ ক্রিকেটেও (এমআইএলসি)। আটলান্টা ফায়ারের হয়ে শিরোপা জেতা সাকিব সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ক্রিকবাজকে।

আন্দোলনের সময় নিজের অবস্থান প্রসঙ্গে সাকিব বলেন, 'আমি মনে করি সেটি ছিল একটিমাত্র মুহূর্ত যা আমার বিরুদ্ধে গেছে। হয়তো মানুষ অন্য কিছু আশা করছিল, আর আমি সেই অবস্থানে ছিলাম না, কিংবা সত্যি বলতে আমি পুরো পরিস্থিতি বুঝতেই পারিনি। আমি তখন দেশের বাইরে ছিলাম, তাই বিষয়টা কঠিন ছিল।'

তিনি আরও বলেন, 'আমি তাদের অবস্থান বুঝতে পারি এবং সম্মান করি, কিন্তু আমার কোনো অনুশোচনা নেই। বরং আমি মনে করি, মানুষ এখন ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে।'







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ভুয়া সাংবাদিকদের ছড়াছড়ি, হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকের মর্যাদা
বার কাউন্সিল পাশের নামে কোটি টাকার বাণিজ্য, নেপথ্যে স্টেনোগ্রাফার সেলিম
কালিয়াকৈরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান
রাস্তার পাশে পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ
“আমাদের ঈমান রক্ষার জন্য ভোটকেন্দ্র পাহারা দিতে হবে”: ড. শফিকুল ইসলাম মাসুদ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের গানে মুগ্ধ তারেক রহমান: বিএনপি নেতৃবৃন্দের মানবিক উদ্যোগ
আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ৬ শিক্ষক
চলতি বছরে সমুদ্রপথে ইতালিতে সাড়ে ১৬ হাজার বাংলাদেশি
তৃতীয় এয়ারবাস ৩৩০ যুক্ত হওয়ায় ইউএস-বাংলার এখন ২৫টি এয়ারক্রাফট
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ৪ স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com