প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৩:৩৩ পিএম (ভিজিট : ৬৪)

তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দারুণ শুরু এনে দিলেন ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। ৭২ বলে ৮০ রান করে সাইফ হাসান ফিরলেও এখনো ৯১ রান নিয়ে অপরাজিত আছেন সৌম্য সরকার।
এই জুটি ২৫.২ ওভারে ১৭৬ রান করেন। ২৬ তম ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের ক্যাচ হয়েছেন সাইফ হাসান।
এর আগে ৬ চার ও ৬ ছক্কায় তার ইনিংসটি সাজান সাইফ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯১ রানে ব্যাট করছেন সৌম্য। তার সঙ্গে আছেন তাওহিদ হৃদয়।
এই জুটিতে ১৭৬ রান হয়েছে, যা ওয়ানডেতে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি ছিল ২০১৯ সালে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে তামিম ইকবাল ও সৌম্যের গড়া ১৪৪ রান।