প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:০৩ এএম (ভিজিট : ২৮)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের কুরাডাঙ্গা বিলে চায়না দুয়ারী/রিং জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা। সহযোগিতায় ছিলেন দপ্তরের কর্মরত মোসলেউদ্দিন আহমেদ, আশানন্দ বিশ্বাস, গ্রাম পুলিশ সহ স্থানীয় লোকজন।
অভিযানে ১১০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং ১৫ টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
আটককৃত জালগুলো বিলের পাশে স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, দেশের জনগণের স্বার্থে মৎস্য সম্পদ রক্ষায়, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় এ অভিযান চলমান থাকবে।