বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
প্রতিপক্ষের জালে গোল উৎসব লিভারপুল-চেলসি-বায়ার্নের
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:২৮ এএম   (ভিজিট : ৬৭)
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় ম্যাচ ডেতে রীতিমতো গোলের বন্যা বয়ে গেছে। মঙ্গলবার রাতে হয়েছিল ৯টি ম্যাচ, যেখানে হয়েছে ৪৩টি গোল। গতকাল (বুধবার) রাতে অনুষ্ঠিত ৯ ম্যাচেও ২৮ গোলের দেখা মিলেছে। যেখানে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে লিভারপুল, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। 

লিভারপুল ৫ : ১ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
ফ্রাঙ্কফুর্টের মাঠে খেলতে নেমে ২৬ মিনিটেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। তবে ম্যাচের বাকি সময়টা তাদের দখলে। এরপর একে একে ৫ গোল দিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। তাদের নেওয়া ১৭ শটের মধ্যে ১৪টিই লক্ষ্যে ছিল। বলের পজেশনও ছিল ৬৪ শতাংশ। তাদের দাপুটে পারফরম্যান্সের সামনেই ঘরের মাঠেও তটস্থ হয়ে ছিল জার্মান ক্লাবটি। ২৬ মিনিটের মাথায় মারিও গোৎজের পাস ধরে ডিফেন্ডার রাসমুস নিসেন ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন।

অলরেডদের পক্ষে সেই গোল শোধ করতে হুগো একিতিকে স্রেফ ৯ মিনিট সময় নিয়েছেন। অ্যান্টি রবার্টসনের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে তিনি পরাস্ত করেন স্বাগতিক গোলরক্ষককে। বিরতির আগেই তারা আরও দুই দফায় ব্যবধান বাড়ায়। দুটি গোলই হয়েছে কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে। ভার্জিল ফন ডাইক ও ইব্রাহিমা কোনাতে স্কোরবোর্ড ৩-১ করেন। দ্বিতীয়ার্ধে কোডি গাকপো ও ডোমিনিক সোবোজলাই আরও দু’বার বল জালে জড়িয়ে নিশ্চিত করেন লিভারপুলের বড় জয়। জোড়া অ্যাসিস্ট করেন ফ্লোরিয়ান ভির্টজ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১০–এ অবস্থান করছে স্লটের দল।

চেলসি ৫ : ১ আয়াক্স
স্টাম্পফোর্ড ব্রিজে অতিথি হিসেবে খেলতে নেমে পাত্তাই পায়নি আয়াক্স। উল্টো ১৭ মিনিটে ডিফেন্ডার কেনেথ টেলর লাল কার্ড দেখলে তারা আরও ব্যাকফুটে চলে যায়। ১০ জনের দলকে চেপে ধরে ইংলিশ জায়ান্টরা রীতিমতো গোলের উৎসব করেছে। ম্যাচের ১৮ মিনিটে প্রথম চেলসিকে লিড পাইয়ে দেন মার্ক গিউ। ২৭ মিনিটে লিড দ্বিগুণ করেন ময়েসেস কায়সেদো। আয়াক্সের পক্ষে মিনিট ছয়েক পর ব্যবধান কমান ভাউট ভেগহোস্ট। কিন্তু প্রথমার্ধেই তাদের আরও দুই গোল হজম করতে হলো।

যোগ করা সময়ে চেলসির পক্ষে পেনাল্টিতে দুটি গোল করেছেন এনজো ফার্নান্দেজ ও এস্তেভাও উইলিয়ান। বিরতির পর পঞ্চম গোল করে চেলসির বড় জয় নিশ্চিত করেছেন তাইরিক জর্জ। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে এলো এনজো মারেসকার দল।

বায়ার্ন মিউনিখ ৪ : ০ ক্লাব ব্রুগ
বায়ার্ন মিউনিখের সময়টা কাটছে উড়ন্ত ফর্মে। বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষেও সেই ধারা ধরে রেখেছে ভিনসেন্ট কোম্পানির দল। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ৬০ শতাংশ পজেশনের পাশাপাশি ২৩ শটের মধ্যে ১০টি লক্ষ্যে ছিল বাভারিয়ানদের। ৩ শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে পারে ব্রুগ। যদিও তারা গোলের দেখা পায়নি। বায়ার্নকে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে দেওয়ার পথে গোল করেছেন লেনার্ট কার্ল, হ্যারি কেইন ও লুইস দিয়াজ।

৭৯ মিনিটে নিকোলাস জ্যাকসন আরেক গোল করে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন বায়ার্নের। এ নিয়ে জার্মান চ্যাম্পিয়নরা চলতি চ্যাম্পিয়ন্স লিগের ৩ ম্যাচে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়, সমান পয়েন্ট নিয়ে সামনে আছে পিএসজি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘ব্যক্তিগত মাহি অনেক সাধারণ’
প্রতিপক্ষের জালে গোল উৎসব লিভারপুল-চেলসি-বায়ার্নের
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস
পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি : রুবিও
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য সহজ হলো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল
রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতকে হুমকি ট্রাম্পের
পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ‘জুলাই সনদ’
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকা ক্ষতির ধারণা
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭ ফিলিস্তিনি, ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com