প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:২৪ পিএম (ভিজিট : ৫৯)

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২৯৮ রান করেছে। জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজ নাসুম আহমেদের তোপে শুরুতে দুই উইকেট হারিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান করেছে। ক্রিজে আছেন কেসি কার্টি ও ব্রেন্ডন কিং। এর আগে আলিক আথানজে (১৫) ও আকিম আগুয়েস্তে (০) লেগ বিফোর হয়েছেন। ওপেনার ব্রেন্ডন কিং তৃতীয় ব্যাটার হিসেবে ১৮ রান করে সাজঘরে ফিরেছেন।
এর আগে বাংলাদেশ সাইফ হাসান ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতে ১৭৬ রান পায়। দু’জনই সেঞ্চুরির আশা দিচ্ছিলেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া সাইফ ৮০ রান করে আউট হন। ছয়টি করে চার ও ছক্কা মারেন তিনি।
অন্য ওপেনার সৌম্য সরকার ৯১ রান করে সাজঘরে ফিরে যান। তার ব্যাট থেকে সাতটি চারের সঙ্গে ছক্কা আসে চারটি। এছাড়া নাজমুল শান্ত তিন ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন। হৃদয় ধীরে ব্যাটিং করে ২৮ রান যোগ করেন। সোহান ৮ বলে ১৬ ও মিরাজ ১৭ বলে ১৭ রানের ইনিংস খেলেন।