প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:১৭ পিএম (ভিজিট : ৪৭)

বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের গানে মুগ্ধ হয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ভিডিওটি লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নজরে এলে, তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে দৃষ্টিহীন এই শিল্পীর সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।
তারই ধারাবাহিকতায় সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুর ১টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিহাট ইউনিয়নের ফুড়মুড়ি গ্রামে জাহাঙ্গীর আলমের নিজ বাড়িতে বিএনপি’র পক্ষ থেকে প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় বিএনপি’র কুমিল্লা জেলা নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দৃষ্টিহীন এই শিল্পীর পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসা করা হচ্ছে।
মানবিক এই পদক্ষেপে নতুন অনুপ্রেরণা যোগালেন বিএনপি নেতা তারেক রহমান, যা রাজনৈতিক পরিমণ্ডলে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে