বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
বিশ্বকাপে পাকিস্তানের বিদায়, এক স্লটের লড়াইয়ে ৩ দল
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২:০০ পিএম   (ভিজিট : ১৯৩)
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াই জমে উঠেছে। ইতোমধ্যে সেরা চারে পা রেখেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দল হিসেবে সেমি নিশ্চিত করে বাংলাদেশ। গতকাল (মঙ্গলবার) প্রোটিয়াদের কাছে হেরে দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানেরও আসর শেষ হয়ে গেছে। ফলে শেষ দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে তিনটি দল।

ফাতিমা সানা খানের নেতৃত্বাধীন পাকিস্তান নারী দল এখন পর্যন্ত চলমান বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি। ৬ ম্যাচে তারা ৪টিতেই হেরেছে, বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কবলে পড়ে। ৬ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তলানিতে। এক ধাপ ওপরে থাকা বাংলাদেশের একমাত্র সম্বল পাকিস্তানের বিপক্ষে পাওয়া প্রথম ম্যাচে জয়। পরবর্তী ৫ ম্যাচে টানা হেরে নিগার সুলতানা জ্যোতির দল সবার আগে বিদায় নিশ্চিত করে। 

এদিকে, পাকিস্তানকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েই কাল প্রোটিয়া মেয়েরা সেমিফাইনালে উঠেছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে লরা উলভার্টের দল সংগ্রহ করে ৯ উইকেটে ৩১২ রান। বৃষ্টির বাগড়ায় তারা ব্যাট করেছে ৪০ ওভার। আফ্রিকান মেয়েদের পক্ষে অধিনায়ক উলভার্ট সর্বোচ্চ ৯০, মারিজান ক্যাপ ৬৮, সুনে লুস ৬১ এবং নাদিনে ডি ক্লার্ক ৪১ রান করেন। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন সাদিয়া ইকবার ও নাশরা সান্ধু।

পরবর্তীতে আবারও বৃষ্টির কবলে পড়লে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। তখন ডিএলএস নিয়মে পাকিস্তানের লক্ষ্যটা দাঁড়ায় ২৩৪। কিন্তু ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ফাতিমা-মুনিবারা কোনোমতে ৮৩ রান তোলে। ফলে তাদের হার নিশ্চিত হয় ১৫০ রানে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন সিদরা নওয়াজ। অন্যদিকে, ক্যাপ সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন প্রোটিয়াদের পক্ষে। টুর্নামেন্টে এই দুই দলেরই একটি করে ম্যাচ বাকি।

পাকিস্তানকে হারিয়ে ৬ ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে সমান ৪ জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্টও সমান ৯। নেট রানরেটের ভিত্তিতে এগিয়ে অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া। এই তিনটি দলের সঙ্গে সেমিতে উঠবে আরেকটি দল। সেই দৌড়ে এগিয়ে ভারত। ৪ নম্বরে থাকা হারমনপ্রিত কৌরদের ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারের পয়েন্ট ৪। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। ফলে সেমিতে ওঠার মূল লড়াইটা এই দুই দলের মাঝে। এখনও দুই ম্যাচ বাকি উভয়ের।

কাগজে-কলমে টিকে আছে শ্রীলঙ্কাও। চামারি আতাপাত্তুর দল ৬ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে, তবে পরিত্যক্ত হওয়া দুই ম্যাচ থেকে একটি করে পয়েন্ট পেয়ে তাদের অর্জন ৪ পয়েন্ট। লঙ্কানরা শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে। ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা প্রত্যেকের সামনেই সমান ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। তবে ভারত-নিউজিল্যান্ডের দুটি করে ম্যাচ বাকি থাকায় তাদের সুযোগ বেশি। একাধিক দলের পয়েন্ট সমান হলে নেট রানরেটের ভিত্তিতে সেমিফাইনাল নিশ্চিত করা হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর, সাধারণ সম্পাদক শামীম
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

অর্ডার বাতিল হলে আর কারখানা চালাতে পারবো না: জেমটেক্স এমডি
২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল
রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতকে হুমকি ট্রাম্পের
পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ‘জুলাই সনদ’
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকা ক্ষতির ধারণা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com